এবার হার্ডিঞ্জ ব্রিজে ইত্যাদি, স্যুটিং দেখতে মানুষের ঢল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দর্শক পর্বের স্যুটিং দেখতে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের নিচে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে এই স্যুটিং শুরু হয়েছে।

গত দুদিন ধরে এখানে স্টেজ নির্মাণ ও আনুসঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে।

Ittadi1

আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে প্রায় তিন হাজার। সেই অনুযায়ী বসার ব্যবস্থা আছে। এর বাইরেও নির্দিষ্ট সীমানার বাইরে দাঁড়িয়ে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত আয়োজনস্থলে উপস্থিত হয়েছেন। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজের পাদদেশে স্টেজটিও সেই আদলে করা হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।