ছেলের অটোরিকশা থেকে পড়ে মায়ের মৃত্যু


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৫ জুন ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুরে ছেলের সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে শরিফতি বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রাখালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফতি উপজেলার সোনাপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাকালে ছেলে আলমগীরের সিএনজি চালিত অটোরিকশা করে মা শরিফতি বেগম আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আটোরিকশা থেকে ছিটকে পড়ে মা গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানানো হয়নি। তবে এ ব্যাপারে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এআর/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।