লক্ষ্মীপুরে শিবির সভাপতিসহ গ্রেফতার ৫


প্রকাশিত: ০৬:০৫ এএম, ১৭ জুন ২০১৫
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর জেলা শিবিরের সভাপতি রেজাউল করিম খাঁন সুমনসহ দলের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার ভোরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।  পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

জেলা শিবিরের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মদ জাগো নিউজকে বলেন, বিনা কারণে পুলিশ জেলা শিবিরের অফিস সম্পাদক ফজলুল করিম , শিবির নেতা আলী আহমেদ, সাইফুল ইসলাম ও নুরে আলম জিকুকে আটক করেছে।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সরকার বিরোধী হরতাল-অবরোধে সড়ক কাটা, সড়কের পাশের গাছ কর্তন, যানবাহন ভাঙচুরসহ নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।  তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কাজল কায়েস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।