ভালোবাসায় শেষ বিদায় নিলেন কমরেড জসিম উদ্দিন মণ্ডল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:১২ এএম, ০৪ অক্টোবর ২০১৭

ঢাকা ও কুষ্টিয়ায় একাধিক জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার সকালে ঈশ্বরদীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাজারো মানুষের শেষ শ্রদ্ধায় চিরবিদায় নিলেন নিপিড়িত মানুষের প্রিয় নেতা কমরেড জসিমউদ্দিন মণ্ডল।

উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা ও কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড জসিমউদ্দিন মন্ডল ২ অক্টোবর সোমবার সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে ২৮ সেপ্টেম্বর ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

ঈশ্বরদীতে জানাজায় অংশ নিতে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট কমিউনিস্ট নেতা মঞ্জুরুল আহসান খান রাতেই এখানে আসেন। এছাড়াও কুষ্টিয়া, নাটোর, চুয়াডাঙ্গা, যশোর প্রভৃতি স্থান থেকে দলীয় নেতৃবৃন্দ ঈশ্বরদীতে এসে জানাজায় অংশ নেন। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ প্রভৃতি সংগঠন ও সাংবাদিকদের পক্ষ থেকে মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের নেতৃত্বে পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন এবং বিউগলে করুন সুর বাজানো হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে ঈশ্বরদী মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।