উজিরপুরে মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৯ জুন ২০১৫

বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকা থেকে ১৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিতিশ দেবনাথ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নিতিশ বানারীপাড়া উপজেলা শহরের সিনেমা হল রোডের নিরাঞ্জন দেবনাথের ছেলে।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়শ্রী এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কের সাজু ফিলিং স্টেশনের পাশে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে নিতিশকে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে ১৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।