মিঠামইনে রাষ্ট্রপতির সঙ্গে গণ্যমান্যদের মতবিনিময়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৮ অক্টোবর ২০১৭

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বিকেল ৪টায় জেলা পরিষদের আবদুল হামিদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মেদ তৌফিক ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দীন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে কিশোরগঞ্জে চারদিনের সফরের প্রথম দিন নিজের উপজেলা মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বেলা ৩টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করে। পরে উপজেলা ডাকবাংলোয় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়।

মতবিনিময় শেষে হাওরে অলওয়েদার সড়ক, ফুলবাড়ি সেতুর নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সফরের প্রথম দিন মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজ বাসভবনে রাতযাপন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামীকাল সোমবার মিঠামইন থেকে হেলিকপ্টারে জেলার বাজিতপুরে যাবেন তিনি। এদিন বিকেলে বাজিতপুরে স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা চত্বর ও চারটি সেতু উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। পরে যোগ দেবেন বাজিতপুর কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে। সন্ধ্যায় কিশোরগঞ্জ সার্কিট হাউজে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন তিনি রাতযাপন করবেন কিশোরগঞ্জ শহরের নিজ বাসভবনে।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।