পাবনায় কলেজছাত্রীর শ্লীলতাহানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৯ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে কলেজে যাওয়ার পথে বখাটেদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছে এক কলেজছাত্রী। সোমবার সকালে উপজেলার হান্ডিয়ালে কলেজ রোডে মুচির পুকুরপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ সময় প্রতিবাদ করতে গেলে আব্দুল আলীম নামে এক কলেজছাত্রকে মারপিট করে পালিয়ে যায় বখাটেরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীরা জানান, বাড়ি থেকে সকাল ৯টার দিকে কলেজের উদ্দেশ্যে বের হয় হান্ডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ওই ছাত্রী। কলেজ গেটের অদূরে হাঁসুপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে বখাটে গোলাম হোসেন (২৩) ও তার তিন সহযোগী একই এলাকার শাহজাহান আলীর ছেলে সাজেদুল (২২), গোলজার হোসেনের ছেলে আরিফুল (২৫) ও ময়লাল হোসেনের ছেলে শরিফ (২৩) ওই কলেজছাত্রীর পথরোধ করে শ্লীলতাহানি করে। এ সময় তার চিৎকারে আব্দুল আলীম নামে এক কলেজছাত্র বাধা দিতে গেলে তাকে মারপিট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শ্লীলতাহানির শিকার ওই কলেজছাত্রীর বাবা আবু সাইদ বলেন, দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার পথে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো গোলাম হোসেন। এ নিয়ে একাধিকবার তার পরিবারের কাছে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি। আমি গরীব মানুষ। আমি এর বিচার চাই।

এদিকে কলেজছাত্রীকে শ্লীলতাহানির খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা ক্লাস বর্জন করে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে।

এ বিষয়ে কলেজের অ্যধ্যক্ষ মো. মহসিন আলী জানান, ওই এলাকায় একটি সংঘবদ্ধ বখাটের দল রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ কলেজে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীদের ইভটিজিং করে আসছিল। এর আগে ওই বখাটের অভিভাবককে বিষয়টি অবগত করা হলেও কোনো কাজ হয়নি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

একে জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।