ভৈরবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:১৪ এএম, ১০ অক্টোবর ২০১৭

কিশোরগঞ্জের ভৈরবে হালিমা বেগম ( ২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ভৈরবপুর উত্তর পাড়া থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ।

নিহত হালিমা বেগম নেত্রকোনা জেলার বারহাট্টা গ্রামের রিপন মিয়ার স্ত্রী। রিপন নির্মাণ শ্রমিক ছিলেন। হালিমার বাড়ি বগুড়াতে। তাদের একটি সন্তানও রয়েছে। ঘটনার পর স্বামী রিপন সন্তান নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় খোকন মিয়ার বাড়িতে গত কয়েকমাস আগে নির্মাণ শ্রমিক রিপন মিয়া একটি কক্ষ ভাড়া নেন। তিনি ওই বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন।

নিহত হালিমা বেগম রিপনের দ্বিতীয় স্ত্রী বলে তার বাবা মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়া মোবাইল ফোনে এই প্রতিনিধিকে জানিয়েছেন।

প্রতিবেশীরা জানান, হালিমা খুব ভালো মেয়ে ছিল। মঙ্গলবার সকালে তার বাসার দরজা খোলা দেখে তারা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঠিক কী কারণে হালিমার মৃত্যু তারা তা জানাতে পারেননি।

ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি আত্নহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না । মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।