ফরিদপুরে সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:২৮ এএম, ১৩ অক্টোবর ২০১৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে সংসদ উপনেতা ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে তালমার মোড়ে এ ঘটনা ঘটে।

ইটের আঘাতে গাড়ি বহরের সামনে থাকা সহকারী পুলিশ সুপার (সার্কেল) এর গাড়ির কাঁচ ভেঙে যায় বলে জানা গেছে। সংসদ উপনেতা ও তার ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীকে বহনকারী গাড়িতেও ইটের আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

faridpur

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ উপনেতা ও তার ছেলে সুস্থ আছেন। ধারণা করা হচ্ছে- ব্যক্তিগত দ্বন্দ্বে কেউ এ হামলা চালিয়েছে।

এস এম তরুন/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।