২১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৯ অক্টোবর ২০১৭

ব্রাহ্মমবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রাম থেকে ২১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছেন ভৈরবের র‌্যাব সদস্যরা। বুধবার গভীর রাত ওই গ্রামের মাদক ব্যবসায়ী হোসেন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

আটক মনোয়ারা বেগম মাদক ব্যবসায়ী হোসেন মিয়ার স্ত্রী।

yaba

র‌্যাব-১৪ জানায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সহযোগী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগমের ছেলে সবুজ মিয়া (৩০) ও রুবেল মিয়া কৌশলে পালিয়ে যায়। এ সময় ৪৩ বোতল ফেনসিডিল, ৭ বোতল বিয়ার, ২ কেজি গাঁজা, ৯টি মোবাইল সেটসহ মাদক বিক্রির ২৬ হাজার টাকাও উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৮৬ লাখ টাকা। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।