ভৈরবে অপহৃত মাকে ১০ দিন ধরে খুঁজছে দুই মেয়ে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১১:১৭ এএম, ২১ অক্টোবর ২০১৭

১০ দিন অতিবাহিত হলেও ভৈরবে অপহরণ হওয়া প্রবাসীর স্ত্রী মদীনা বেগমকে (২৭) উদ্ধার করতে পারেনি পুলিশ। বিভিন্নস্হানে অভিযান চালিয়েও অপহরণকারীদেরকে পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন অপহৃতের পরিবার।

অন্যদিকে প্রবাসী স্বামী মোবারক হোসেনও হন্য হয়ে খুঁজছে তার স্ত্রীকে। অপহৃত মদীনা বেগমের দুই কন্যা সন্তান মিসবা বেগম (১০) ও মিছতা বেগম (৬) গত ১০ দিন ধরে মায়ের জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে।

গত ১১ অক্টোবর সন্ধ্যায় ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা গ্রামের হারুন মোল্লার মেয়েকে তার বাসা থেকে অপহরণ করা হয়। ঘটনার ৫ দিন পর অপহরণকারীদের পরিচয় জেনে তার মা নাজমা বেগম ৪ জনকে আসামি করে ভৈরব থানায় অপহরণসহ নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

জানা গেছে ভৈরবের বাশঁগাড়ী গ্রামের মোবারক মিয়া গত ১৫ বছর যাবৎ সুইডেন প্রবাসী। ১২ বছর আগে মদীনা বেগমকে তিনি বিয়ে করেন। তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে। প্রবাসী মোবারক সুইডেন থাকলেও তার স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। গত কয়েকদিন আগে তিনি দেশে এসেছিলেন স্ত্রী সন্তানকে বিদেশে সুইডেন নিয়ে যাবেন তার কাছে। এরই মধ্যে তাকে অপহরণ করা হয় বলে তিনি এই প্রতিনিধিকে জানান।

মা নাজমা বেগম জানান, অপহরণকারীরা আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে খোঁজ পাচ্ছিনা। সে জীবিত আছে, না মেরে ফেলা হয়েছে এ নিয়ে আমরা খুবই চিন্তিত। থানায় মামলা করলেও পুলিশ এখনও পর্যন্ত আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক অজিত সাহা জানান, আমরা অপহরণকারীদেকে গ্রেফতার করতে বিভিন্নস্হানে অভিযান চালিয়েছি কিন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে বলে তিনি জানান।

আসাদুজ্জামান ফারুক/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।