রাজবাড়ীতে শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২২ অক্টোবর ২০১৭

জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এর বর্ণিত নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারির দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী ইউনিটের অায়োজনে রাজবাড়ী সককারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সভাপতি অধ্যাপক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মুহাম্মদ সরোয়ার মোর্শেদ খান, সিনিয়র সহ-সভাপতি দীলিপ কুমার কর, বদর উদ্দিন অাহম্মদ, রাজবাড়ী সরকারি বিসিএস শিক্ষা সমিতির সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক মোহাম্মদ নুুরুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক অায়ুব অালী সরদার প্রমুখ।

এ সময় জাতীয়করণের কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অবৈধ কাড্যারভুক্তি রোধে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবি বাস্তবায়নের জন্য জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অালোকে ‘জাতীয়করণকৃত কলেজের শিক্ষকবৃন্দকে নন-ক্যাডার করে তাদের চাকরি প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজ সুনির্দিষ্ট করে অাগামী ১৬ নভেম্বর ২০১৭ এর মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারি করতে হবে, জাতীয়করণের অাদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন করতে হবে, সরকারি কর্মকমিশন কর্তৃক গৃহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতীত অন্য কোনো পথে (যেমন, বিভিন্ন প্রকল্প, ১০%, প্রদর্শক বা অন্য যেকোনো প্রক্রিয়ায়) কোনো ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা যাবে না, সম্প্রতি সরকারিকরণ করা ১২ টি মডেল কলেজের শিক্ষকদেরও অনুরুপ বিধিমালার অাওতায় অানতে হবে বলে লিখিত বক্তব্যে এ দাবি জানানো হয়।

রুবেলুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।