ছেলেকে পুলিশে দিলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:২৬ এএম, ২৪ অক্টোবর ২০১৭

নেত্রকোনার কলমাকান্দায় এক মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। পরে তাকে ভ্রম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়। মঙ্গলবার দুপুরে কলমাকান্দা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক এ দণ্ডাদেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার চাঁনপুর গ্রামের মৃত জসশের আলী মেম্বারের ছেলে কালাম মিয়া মাদক সেবন করে তার পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই নির্যাতন করে টাকা পয়সা আদায় করতেন।

পরে তার মা কলমাকান্দা থানা পুলিশের কাছে কালামকে সোপর্দ করেন। পরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কামাল হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।