ছেলেকে পুলিশে দিলেন মা
নেত্রকোনার কলমাকান্দায় এক মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। পরে তাকে ভ্রম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়। মঙ্গলবার দুপুরে কলমাকান্দা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক এ দণ্ডাদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার চাঁনপুর গ্রামের মৃত জসশের আলী মেম্বারের ছেলে কালাম মিয়া মাদক সেবন করে তার পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই নির্যাতন করে টাকা পয়সা আদায় করতেন।
পরে তার মা কলমাকান্দা থানা পুলিশের কাছে কালামকে সোপর্দ করেন। পরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কামাল হোসাইন/এএম/এমএস