ভৈরবে ১০ প্রতারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ভৈরবে ভূমির দলিল জাল করার অভিযোগে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১০ প্রতারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
প্রতারকরা হলেন, ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা গ্রামের ইসমাইল, তার ছেলে নূরুল ইসলাম, ডানো মিয়া, তার (ইসমাইলের ভাই) ভাই শাহজাহান, শাহ আলম, বিল্লাল মিয়া, ফারুক মিয়া, স্বপ্না বেগম, ঝর্ণা বেগম ও মর্জিনা বেগম।
প্রতারকরা কয়েক বছর আগে ভাই-বোন, বাবা-ছেলে মিলে দুটি জাল দলিল তৈরি করে ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম খোকনের সোয়া চার শতাংশের একটি বসতবাড়ি দখল করতে উপজেলা ভূমি অফিসে একটি ভুয়া খারিজ করে।
খারিজ করার পর প্রতারক ইসমাইল বাজিতপুর আদালত ও পৌরসভায় খোকনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে হেরে যায়। তারপর তিনি কিশোরগঞ্জ জেলা জজ আদালতেও একটি ডিগ্রিজারি মামলা করলে তার মামলাটি খারিজ করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে আদালত। খোকনের আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত ৭ মাস আগে ইসমাইলের ভুয়া খারিজটিও বাতিল করে দেয়। এরপর ভৈরব এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত উক্ত ইসমাইল ও তার ভাই-বোনসহ একটি চক্র খোকনকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হুমকি দেয়।
পরে খোকনের আমমোক্তারনামাবলে তার মামা আসাদুজ্জামান ফারুক উল্লেখিত ১০ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে প্রতারণা ও জাল দলিল তৈরির একটি মামলা করেন। আদালত মামলাটি ভৈরব থানাকে তদন্ত করতে নির্দেশ দিলে গত ৬ অক্টোবর পুলিশ জাল দলিল ও হুমকির ঘটনাটি সত্য বলে রিপোর্ট দেয়।
এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার কিশোরগঞ্জ আদালত উক্ত ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ফারুক/এমএএস/আইআই