কোচের সিটের নিচে কোটি টাকার হেরোইন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২৬ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

কুষ্টিয়া থেকে পাবনা অভিমুখি যাত্রীবাহী কোচ ‘সোনামনি’ থেকে প্রায় এক কেজি পরিমাণ হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে লালনশাহ সেতুর পাকশী প্রান্তে কোচটি এসে পৌঁছলে র‌্যাব-১২ পাবনার কমান্ডার রুহুল আমিনের নেতৃত্বে গাড়ি থামিয়ে সিটের নিচ থেকে হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। এসময় বহনকারী হিসেবে কেউ সাড়া না দিলে কোচের চালক, হেলপার ও কন্ডাক্টরকে আটক করা হয়।

অভিযানের কমান্ডার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।