আটকে পড়া ফেরি ২৩ ঘণ্টা পর উদ্ধার


প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৬ জুন ২০১৫

দীর্ঘ ২৩ ঘণ্টা চেষ্টার পর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ডুবোচরে মাঝ নদীতে আটকে পড়া ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা উদ্ধার করা কয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ ফেরি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া ৪নং ফেরি ঘাট থেকে ছোট বড় আটটি যানবাহন নিয়ে চন্দ্রমল্লিকা নামের ইউটিলিটি ফেরিটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। নদীর প্রবল স্রোতের তোড়ে দুই কিলোমিটার ভাটিতে গিয়ে ডুবোচরে ফেরিটি আটকে পড়ে।

খবর পেয়ে আটকে পড়া ফেরিটি উদ্ধারের জন্য দৌলতদিয়া ঘাট থেকে শাপলা-শালুক নামের অপর একটি ইউটিলিটি ফেরি ও পাটুরিয়া থেকে একটি আইটি জাহাজ ৩৮৯ পাঠিয়ে উদ্ধার কাজ চালানো হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার কাজ সফল হয়।

তারা আরোও জানায়, বৃহস্পতিবার বিকেলেই ফেরিতে আটকা পড়া যাত্রীদের বিআইডব্লিউটিসির উদ্যোগে ট্রলারে করে তীরে পৌঁছে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, আটকে পড়া ফেরি চন্দ্রমল্লিকাকে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চন্দ্রমল্লিকা ফেরিটি ছোট বড় আটটি যানবাহন নিয়ে ডুবচরে আটকে পড়েছিল।

রুবেলুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।