নরসিংদীতে মানব-পাচারকারী চক্রের নারী সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৬ জুন ২০১৫

নরসিংদীতে মানব-পাচারকারী চক্রের সাথে জড়িত এক নারী সদস্যকে গ্রেফতার করেছে (পিবিআই পুলিশ) পুলিশ ব্যুরো অব ইনডেস্টিকেশন।

শুক্রবার বিকেল ৫টার দিকে জেলার শিবপুর উপজেলার দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রোকেয়া বেগম (৪০)।  তিনি শিবপুরের কুদুবারটেক এলাকার রুপমিয়ার স্ত্রী।

পিবিআই পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে নরসিংদী শিবপুর এলাকার নিরঞ্জন চন্দ্র বর্মনের ছেলে তাপস বর্মনকে (২০) ইউরোপ কান্ট্রিতে পাঠানো হবে।  সে অনুয়ায়ী তাপস বর্মনের কাছ থেকে ৮ লাখ টাকা গ্রহণ করেন। টাকা নিয়ে আইভরি কোস্টে একটি জমা করে রাখেন। দীর্ঘদিন সেখানে রাখলেও গন্তব্যে পৌঁছাতে পারিনি। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দেশে পৌঁছায় হতভাগ্য তাপস। দীর্ঘদিন ছেলের কোনো খোঁজ খবর না পাইলে তার বাবা আদালতে অভিযোগ দায়ের করেন।  পরে আদালতের নির্দেশে শিবপুর থানায় মানব পাচার অপরাধ দমন আইন-৭/৮/১৪ মামলা রজু করা হয়।  এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনডেস্টিকেশন (পিবিআই পুলিশ ) অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদের নেতেৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।  কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কুদুবারটেক এলাকার অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

পুলিশ ব্যুরো অব ইনডেস্টিকেশন নরসিংদী জেলার (পিবিআই ) অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানায়, গ্রেফতারকৃত রোকেয়া মানবপাচার চক্রের একজন সক্রিয় সদস্য।  তিনি লোকজনকে বিদেশে পাঠানোর নাম করে বহু লোকের টাকা আত্মসাৎ করে তাদের সর্বশান্ত করেছে। তাকে গ্রেফতারের পর এলাকায় লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সঞ্জিত সাহা/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।