নেত্রকোনায় ৮ হাজার ৩১৮টি পরিবার গৃহহীন
সরকারের আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন বিষয়ে জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণমূলক দিনব্যাপী এক কর্মশালা সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক আবুল কালাম শামসুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপস্থাপক ও কর্মশালা সন্বয়ক মো. রবিউল আলম (উপ-সচিব) এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি কর্নেল রিয়াজ উদ্দিন খান।
এছাড়া কর্মশালায় নেত্রকোনা জেলার ১০ উপজেলার আশ্রয়ণ প্রকল্প নিয়ে ভিডিও চিত্র উপস্থাপন করেন জেলা প্রশাসক ড. মো. মুফিকুর রহমান।
কর্মশালায় জানানো হয়, জেলায় ৮ হাজার ৩১৮টি পরিবার গৃহহীন অবস্থায় রয়েছে। তাদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনার ব্যবস্থ নেয়া হচ্ছে। এছাড়াও বর্তমান আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলোর সার্বিক উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
কামাল হোসাইন/এমএএস/জেআইএম