কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় আফসানা আক্তার (১৫) নামের এক মাদরাসাছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদ ডেন্ডুর বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা হয়েছে।
আত্মহত্যাকারী আফসানা আক্তার নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের বাদেসমন্দিয়া গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে।
মামলার বাদী আফসানার মা মঞ্জুরা খাতুন জাগো নিউজকে বলেন, মৌগাতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নাটেরকোণা (বাদেসমন্দিয়া) গ্রামের আব্দুল হামিদ ডেন্ডু ইউপি নির্বাচনের সময় আফসানার বাবার কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। রোববার পাওনা টাকা চাইতে গেলে ডেন্ডু মেম্বার ক্ষিপ্ত হয়ে দিনে-দুপুরে লোকজনের সামনে মা-মেয়েকে বেধড়ক মারপিট করে। ইতোপূর্বেও ডেন্ডু মেম্বার টাকা চাইতে গেলে অন্যায়ভাবে আমাকে কয়েক দফা মারধর করেছে।
মেয়ের সামনে মাকে অন্যায়ভাবে মারধর করার অপমান সইতে না পেরে আফসানা বাড়ি ফিরে সোমবার সকালে বিষপানে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদ ডেন্ডু পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জাগো নিউজকে জানান, আসামি আব্দুল হামিদ ডেন্ডুকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল জাগো নিউজকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মামলাটি এফআইআর করা হয়েছে।
কামাল হোসাইন/আরএআর/পিআর