মাদক নিরাময় কেন্দ্রে মাদক সেবন, ৪ জনের অর্থদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০২ নভেম্বর ২০১৭

নেত্রকোনা জেলা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকসহ চারজনকে মাদক সেবনের দায়ে বৃহস্পতিবার বিকেলে নগদ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোনা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নাজমুল হাসান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বুধবার রাতে জেলা শহরের জয়নগর এলাকায় রুবেলের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ইয়াবা ও হিরোইন সেবনরত অবস্থায় জয়নগর এলাকার দুলাল মিয়ার ছেলে কাটলী এলাকার ‘পরিবর্তন’ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মাসুদ ঠাকুর রুবেল (৩৮), আব্দুল গফুরের ছেলে আমিরুল (৩৫), সাতপাই এলাকার নুরুল ইসলামের ছেলে বাপ্পি (৪২) ও কুরপাড় এলাকার মিন্টু মিয়ার ছেলে রতনকে (৩৫) আটক করা হয়।

পরে আটক চারজনকে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেককে চার হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে তারা অর্থদণ্ড দিয়ে মুক্তিলাভ করেন।

কামাল হোসাইন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।