রাজবাড়ীতে বাসচাপায় পাগলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৩ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক মানসিক রোগী ছিল বলে জানা গেছে।

ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক বাসসহ (ঢাকা মেট্রো-ব-১৪৬৮২৫) চালক মো. মনির হোসেন ও হেলপার মো. রাজিবকে আটক করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ।

আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের এএসআই ফিরোজ আহম্মেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।