‘আপোষ না করলে মরদেহ নদীতে ভাসবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৪ নভেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদারের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিতরা। শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের অাশরাফপুর গ্রামের নির্যাতিত এলাকাবাসী এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে ইকরাম হোসেন বলেন, ৯ অক্টোবর ভোরে আশরাফপুর গ্রামের মেম্বার বাড়ির আমজাদ হোসেনের নেতৃত্বে আমদের ওজিবাড়ি ও সাববাড়ির শতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলায় গুরুতর আহত মদন মিয়া এখনও ঢাকায় চিকিৎসাধীন রয়েছন। এ ঘটনায় ১১ অক্টোবর আমাদের ওজি ফাইজুল হক বাদী হয়ে নবীনগর থানায় ৮২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলার কাউন্টারে ১৪ অক্টোবর মেম্বার বাড়ির আক্তার হোসেন বাদী হয়ে আমাদের ২৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনের একটি মিথ্যা মামলা করে। এ মামলায় দুই মালয়েশিয়া প্রবাসীকেও আসামি করা হয়েছে।

ইকরাম হোসেন বলেন, ওসি আসলাম সিকদার উদ্দেশ্যমূলকভাব কোনো প্রকার তদন্ত ছাড়াই আমাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ওই মামলা রেকর্ড করেছেন। পরবর্তীতে পুলিশ সুপার বিস্ফোরক মামলার প্রতিবেদন চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, ওসি আসলাম সিকদার এবং ওসি তদন্ত নাজির আহমেদ আমাদের থানায় ডেকে নিয়ে ঘটনার মিমাংসার জন্য চাপ প্রয়োগ করেন।

তিনি বলেন, ওসি আসলাম সিকদার ফোনে আমাদের হুমকি দিচ্ছেন আপোষ না করলে গুলি করে মেরে ফেলা হবে, মরদেহ নদীতে ভাসবে। টাকা খরচ করে আমাদের শেষ করে দেবেন। এ অবস্থায় আমরা আতঙ্কিত ও দিশাহীন হয়ে পড়েছি।

সংবাদ সম্মেলনে আশরাফপুর গ্রামের নির্যাতিত এলাকাবাসীসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাই গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।