অন্তঃসত্তা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
সিরাজগঞ্জে যৌতুক না দেয়ায় রুকসানা খাতুন (৩০) নামে এক অন্তঃসত্তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আব্দুল হামিদকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈলের কুড়া উদয়পুর গ্রামে স্বামীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে শুক্রবার রাতে ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুকসানা খাতুন (৩০) কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিয়ারা গ্রামের দেলাল হোসেনের মেয়ে।
জামতৈল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল গনি এ তথ্য নিশ্চিত করে জানান, ১৩ বছর আগে আব্দুল হামিদের সঙ্গে একই উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বিয়ারা গ্রামের দেলাল হোসেনের মেয়ে রুকসানার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে স্বামী আব্দুল হামিদ। যৌতুকের টাকা দিতে স্ত্রীর পরিবার অস্বীকার করায় মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। যৌতুকের টাকা নিয়ে এলাকায় একাধিবার শালিসি বৈঠক হয়েছে।
এরই এক পর্যায়ে গতকাল শুক্রবার রাতে নিজ ঘরে ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী রুকসানাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পাষাণ্ড স্বামী। পরে স্ত্রীর মরদেহ ঘরের ভেতরে ঝুলন্ত রেখে আত্মহত্যা হিসেবে এলাকায় প্রচারণা চালায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে জানান ইউপি সদস্য।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ওসি।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম