ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৪ নভেম্বর ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিম হোসেন (২৫) নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার বাবলাতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আটক সেলিম এনায়েতপুর আশ্রায়ন প্রকল্প এলাকার বাসিন্দা আবু সাইদের ছেলে।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম।

তিনি জানান, অশোক কুমার উল্লাপাড়া পৌর এলাকায় ব্যবসা করেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। পৌর এলাকার বাবলাতলা নামক স্থানে পৌঁছলে অশোকের পথ গতিরোধ করে তার ওপর হামলা চালায় একদল ছিনতাইকারী।

এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা ম্যানিবাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। অশোকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারী দলের সদস্য সেলিমকে আটক করে গণপিটুনি দেন। পরে ছিনতাইকারীকে পুলিশে তুলে দেয়া হয়।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মহসীন জানান, এ ঘটনায় অশোক কুমার বাদী হয়ে শনিবার দুপুরে একটি ছিনতাই মামলা করেছেন। এ মামলায় সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।