‘পুলিশ’ স্টিকার লাগিয়ে মাদক পাচার, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৭ নভেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে ‘পুলিশ’ লিখে প্রতারণা করে মাদক পাচারের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা সেতুর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সরকারপাড়া মহল্লার সেলিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২২), চান্দিয়ারা এলাকার আবুল কাশেমের ছেলে আরমান হোসেন (৩০) ও আখাউড়া উপজেলার বাউতলা এলাকার আনু মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আখাউড়া উপজেলার বাউতলা এলাকা থেকে ‘পুলিশ’ লেখা একটি মোটরসাইকেলে করে মাদক নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পৈরতলা সেতুর কাছে একটি মোটরসাইকেল আটক করা হয়।

ওই মোটরসাইকেলের নম্বরের জায়গায় ‘পুলিশ’ লেখা ছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মনিরের কাছ থেকে ২০০ পিস এবং মোটরসাইকেলের টুলবাক্স থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরসহ মোটরসাইকেলে থাকা বাকি দুই আরোহী রফিকুল ও আরমানকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা প্রতারণা করে ‘পুলিশ’ লিখে মোটরসাইকেলে করে মাদক পাচার করতেন। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়া একই সময়ে পৌর শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার মালেক-খায়ের প্লাজা থেকে ১৮ বোতল ইস্কফসহ রাসেল ভূইয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।