মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকচাপায় মিষ্ট বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার চড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিষ্ট বেগম সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের হোসেন আলীর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, ওই নারী মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। চড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই