রাজবাড়ীতে লুটপাটের মামলায় বিএনপির ৪২ নেতাকর্মী খালাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৭ নভেম্বর ২০১৭

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভাই ভাই পেট্রল পাম্পে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় রাজবাড়ী জেলা বিএনপির ৪২ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত-১ এর বিচারক মো. আরিফুজ্জামান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মার্চ জেলার বালিয়াকান্দি শহরের ভাই ভাই পেট্রল পাম্পে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান নায়েব আলী দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আজ এ রায় দেন বিচারক।

মামলায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক খন্দকার মসিউল আজম চুন্নু, বালিয়াকান্দির বিএনপি নেতা শওকত মৃধা, ইছাহাক মিয়া ফেলা, মিজান, মিজানুর রহমান, বিল্লাল, কালন, মো. শাহজাহান মোল্লা টগর, খন্দকার মুন্নু, খন্দকার নান্নু, খন্দকার বাশার, খন্দকার গোলাম আজম, অহিদ, মানিক মাস্টার, সরোয়ার, মাসুদ, নাজমুল হাসান বিপু, খন্দকার শিপলু, খন্দকার জনি, খন্দকার রনি, কিরোন মিয়া, আকরাম খান, মহাসিন হোসেন খান, রতন, শাহজাহান মৃধা, শাজাহান, নুরু, আকরাম, সহিদ, নাছির, মো. মাজেদ মোল্যা, ফেলু, মনোয়ার, শরিফুল, আব্দুস সালাম বিশ্বাস, বাচ্চু শেখ, বশির ফকির, মেহেদী ও আহম্মদ আলীসহ রাজবাড়ী জেলা বিএনপির ৪২ নেতাকর্মী খালাস পান।

মামলার রায়ের পর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মসিউল আজম চুন্নু জানান, তাদের হয়রানি করতে এ মিথা মামলা দায়ের করা হয়েছিল।

রুবেলুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।