সাবেক স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
সিরাজগঞ্জের এনায়েতপুরে সাবেক স্ত্রীর মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে সৌদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছানোয়ার হোসেন ওই গ্রামের লাল মিয়ার ছেলে।
এনায়েতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রিপন কুমার বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রায় ৫ বছর আগে একই উপজেলার ফায়মার সঙ্গে সৌদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে ছানোয়ার হোসেনের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবি করে এবং অকারণে স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন ছানোয়ার হোসেন। একপর্যায়ে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।
এরপর ছানোয়ার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। পরিস্থিতি সহ্য করতে না পেরে ২০১৪ সালে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন ফায়মা।
কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়। কিন্তু মামলাটি তদন্তাধীন থাকায় ছানোয়ার হোসেনের নামে ওয়ারেন্ট জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার সৌদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে ছানোয়ারকে জেলহাজাতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের উপ-পরিদর্শক রিপন কুমার।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি