জমিতে ধান কাটতে গিয়ে স্ত্রীসহ ইউপি সদস্য আটক
সিরাজগঞ্জের তাড়াশে বিরোধপূর্ণ জমিতে ধান কাটার অভিযোগে স্ত্রীসহ সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে থেকে তাদের আটক করা হয়।
তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান জানান, উপজেলার তাড়াশ সদরের যোতিন্দ্রনাথ মালাকারের ছেলে যগদীস মালাকার (৫০) একই উপজেলার গুল্টা গ্রামে একটি জমিতে রোপা আমন ধানের আবাদ করেন।
ধান পেকে যাওয়ায় তিনি লোকজন নিয়ে ওই জমি থেকে ধান কাটতে যান। কিন্তু ওই গ্রামের ভীম চন্দ্র উরাওয়ের ছেলে সাবেক ইউপি সদস্য অতুল চন্দ্র উরাওয়ের (৪৮) সঙ্গে ওই জমি নিয়ে বিরোধ থাকার কারণে তিনিও লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে ধান কাটতে যান।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তাড়াশ থানা পুলিশ সেখানে অভিযান চালান। এ সময় ধান কাটার অভিযোগে অতুল চন্দ্র ও তার স্ত্রী শেফালী রানী উরাওকে (৪০) আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম