কাজীপুরে দুই ডাকাত সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৬ নভেম্বর ২০১৭

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর মেঘাই-নাটুয়ারপাড়া এলাকার চিহ্নিত নৌকা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার মেঘাই ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল ও কাউসার কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বাসিন্দা।

কাজীপুর থানা পুলিশের এএসআই মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুই নৌকা ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন যাবত মেঘাই-নাটুয়ারপাড়া ঘাটে নৌকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেঘাই ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক নৌ-ডাকাতিসহ চোরের মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।