চাচা শ্বশুরের কাণ্ডে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৯ নভেম্বর ২০১৭

স্ত্রীর অধিকার চেয়ে শ্বশুর বাড়িতে এসে চাচা শ্বশুরের কাণ্ডে আত্মহত্যার চেষ্টা করেছেন সুমি খাতুন নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। রোববার ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্বশুরবাড়ি থেকে কৌশলে সরিয়ে দিতে দুই ইউপি মেম্বার ও স্থানীয় কিছু লোকজনদের ডেকে বাড়িতে ‘শালিস’ বৈঠকের আয়োজন করে সুমির চাচা শ্বশুর আমিরুল ইসলাম। এ খবর শুনে সুমি তার নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়। পরে এক প্রতিবেশী জানালা দিয়ে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় ওই বাড়িতে সাহাপুর ইউনিয়নের দুই সদস্য সাজেদুল ও শাহীনসহ স্থানীয় লোকজনরা উপস্থিত ছিলেন।

সাহাপুর এলাকার বাসিন্দা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন জানান, এলাকাবাসীর সঙ্গে আলাপ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, প্রায় ১ বছর আগে ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রায়হানের সঙ্গে পালিয়ে বিয়ে করেন সুমি খাতুন। বিয়ের পর থেকে রায়হান ও সুমি লেখাপড়ার কারণে টাঙ্গাইলের শান্তিগঞ্জ মোড়ে একটি বাসা ভাড়া করে বসবাস করছিলেন।

এদিকে মাস খানেক আগে রায়হানকে হঠাৎ তার বাবা-মা সৌদি আরবে নিয়ে গেলে বাসায় একা হয়ে পড়েন সুমি খাতুন। গত ৮ নভেম্বর প্রবাসী স্বামীর কথামত তিনি শ্বশুর বাড়ি আসেন।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।