রেলওয়ের ৫টি গাছ কেটে নিল কারা?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:২৪ এএম, ১৯ নভেম্বর ২০১৭

রেলওয়ের বিভাগীয় শহর পাকশীতে রাতের অন্ধকারে ৫টি বড় আকারের গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও প্রায় ৮০ বছরের পুরনো গাছ কাটার ঘটনা ঘটেছিল।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে পাকশী বিভাগীয় রেলওয়ে হাসপাতাল চত্বরে। ৫টি গাছের ভেতর ৪টি মেহগনি ও ১টি অর্জুন গাছ রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এ ব্যপারে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, কারা নিয়ে গেল? আপনারা কিছু জানতে পেরেছেন?

রোববার এ ঘটনা জানাজানি হলে পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান হাবীব, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় মেডিকেল অফিসার সুজিত কুমার রায়, প্রধান সহকারী হারুন-উর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে হাসপাতালে ৩ জন নাইট গার্ড থাকা সত্ত্বেও কিভাবে এসব গাছ অবাধে কেটে নিয়ে যাওয়া হলো তা রহস্যজনক। কাদের ভয়ে নাইট গার্ড কোনো ভূমিকা রাখলেন না তা বুঝতে পারছেন না কেউ।

এ ব্যাপারে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আসাদুল হক বলেন, বিষয়টি দুঃখজনক। পাকশী বিভাগীয় রেলওয়ে হাসপাতালে ৩ জন নাইট গার্ড রয়েছেন। রাতের অন্ধকারে দায়িত্বরত যারা রয়েছেন তাদের কাজটি কি?

এ ব্যপারে উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং মামলা নথিভুক্ত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।