উল্লাপাড়ায় ৬ রেস্তোরাঁ-হাসপাতালকে জরিমানা : দুই জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:২৯ এএম, ২১ নভেম্বর ২০১৭

বাসি খাবার, অপরিচ্ছন্ন পরিবেশ ও কর্মচারীদের সনদ না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন অভিজাত রেস্তোরাঁ ও তিনটি বেসরকারি হাসপাতালকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে মাদক বিক্রেতা মন্টু শেখকে (২৮) ৬ মাস এবং মাহমুদুল হাসান (৩০) নামে এক ল্যাব টেকনোলজিস্টকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের পরিচালিত বিশেষ অভিযানে এসব দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম। এ সময় স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি তানভীর ভূঁইয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক, বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক আমিনুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাঈম মো. কাজী নুরুন্নবী উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা স্যানিটারি পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, অভিযানে রেস্তোরাঁয় বাসি খাবার, অপরিচ্ছন্ন পরিবেশ ও কর্মচারীদের সনদ না থাকার দায়ে হোটেল অ্যারিস্ট্রোক্র্যাটকে দেড় লাখ টাকা, একই অভিযোগে ফুড ভিলেজ প্লাসকে সাড়ে ৪ লাখ টাকা ও হানিফ হাইওয়ে রেস্তোরাঁকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কেমিক্যাল রাখার অভিযোগে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালকে ৬ লাখ টাকা, চিকিৎসক ও নার্স ছাড়া হাসপাতাল চালানোর দায়ে আল-মদিনা হাসপাতালকে তিন লাখ টাকা এবং মা জেনারেল হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ আলী আরও বলেন, অভিযানে শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মাহমুদুল হাসানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইয়াবাসহ আটক হওয়া মন্টু সেখকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।