রাতে মায়ের বুকে, সকালে অনাথ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২২ নভেম্বর ২০১৭

রাতেও মায়ের সঙ্গে ঘুমিয়েছে চার বছরের শিশু তামিম। কিন্তু বুধবার সকালেই পৃথিবীটা উল্টে গেছে তার। তামিম জানেও না মা আর নেই। বাবা জহিরের কোলে বসে সে শুধুই আশপাশের মানুষ দেখছে।

তামিমের বাবা জহির ঈশ্বরদী শহরের রেলগেইট এলাকার ফল বিক্রেতা। নিম্নবিত্ত জহির স্ত্রী তানিয়া (২৫), মেয়ে মেধা (১২) ও ছেলে তামিমকে (৪) নিয়ে শহরের পিয়ারাখালী এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকেন।

মঙ্গলবার গভীর রাতে তানিয়ার পেটে ব্যথা অনুভূত হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাকে প্রথমে স্যালাইন এবং পরে বুকে ব্যথার কারণে ইনজেকশন দেয়া হয়। কিন্তু ভোর সাড়ে ৫টায় তানিয়ার মৃত্যু হয়। তার স্বামী পাশে থেকেও মনে করেছিলেন তানিয়া ঘুমিয়ে আছে। শিশু তামিমকে নিয়ে হাসপাতালের পাশে নাস্তা করাতে নিয়ে যান। ফিরে এসে তানিয়াকে আর জীবিত দেখতে পাননি।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামিম বলেন, রাতে আসার কারণে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি। তবে বুকে ব্যথার জন্য দায়িত্বরত চিকিৎসক কর্তৃক তাকে একটি ওষুধ দেয়া হয়েছিল।

তবে তানিয়ার স্বামী জহিরের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।