রাজবাড়ীতে ভুয়া এএসআই আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ নভেম্বর ২০১৭

রাজবাড়ী জেলা শহরের বড় বাজার থেকে সাখাওয়াত হোসেন সোহান (১৬) নামে পুলিশের ভুয়া এক এএসআইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে স্থানীরা তাকে পুলিশে সোপর্দ করে।

আটক সোহান জেলা শহরের বিনোদপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. রইছউদ্দিন আহম্মেদ ডিউক জানান, দীর্ঘ দিন ধরে পুলিশের এসএসআই পরিচয়ে চাঁদা দাবি করে আসছিল সোহান। চাঁদা না দিলে বিভিন্ন ধরনে হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারকি কামাল এর সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া এএসআইয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রুবেলুর রহমান/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।