অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও
প্রতীকী ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুম রেজার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩)।
বুধবার বিকেলে ইউনিয়নের ঠাকুর নওপাড়ার ওই ছাত্রীর বাবা মেয়েকে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুম রেজা জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া এলাকার স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ঠিক করে তার পরিবার। বিষয়টি জানার পর আজ বিকেলে ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়। এ সময় ওই ছাত্রীর বাবা মেয়েকে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
রুবেলুর রহমান/আরএআর/এমএস