ছিনতাইয়ের অভিযোগে দুই কিশোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৩ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার কলেজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- উল্লাপাড়া পৌরশহরের কলেজপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে আশিক (১৪) এবং ফরহাদ হোসেনের ছেলে মাহিন (১৩)।

উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, উল্লাপাড়ার মাদকসেবী পনির বুধবার বিকেলে উপজেলার হেমন্তবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের অটোরিকশা ভাড়া করে উল্লাপাড়ায় আসেন।

শ্যামলীপাড়া মিলন মন্দিরের সামনে নামেন তিনি। এ সময় আশিক ও মাহিন সেখানে উপস্থিত ছিল। পনির অটোরিকশা চালককে মাদক ব্যবসায়ী বলে জোর করে রিকশা থেকে নামায়। আশিক ও মাহিন অটো মালিককে ধরে রাখে।

এ সময় পনির অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যান। অটো মালিক হেলাল উদ্দিনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আশিক ও মাহিনকে আটক করে পুলিশ। পনিরকে খোঁজা হচ্ছে। অটোরিকশাটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এসআই।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।