নৌকা ছাড়া রাজবাড়ীর মানুষ কিছুই বোঝে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৩ নভেম্বর ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। তলানি ও গরীবের দেশ এটা নয়। আমরা হাত পেতে খাই না বরং এখন দিতে জানি এবং দিয়ে আসছি। বর্তমানে আমাদের ভালো অবস্থান তৈরি হয়েছে। আর এটি ধরে রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পৌরসভা কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বৃহত্তর ফরিপুরের এই অঞ্চল বঙ্গবন্ধু, মীর মশাররফ হোসেন ও পল্লীকবি জসীম উদ্দীনের মতো বিশিষ্টজনদের স্মৃতিবিজড়িত এলাকা। আপনারা যারা দেশকে ভালোবাসেন, সেই ভালোবাসার তাগিতে বলছি, দেশ পরিচালনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে এগিয়ে যেতে, অন্ধকার থেকে আলোতে আসতে একমাত্র উপায় নৌকা। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, রাজবাড়ীতে যেই দুটি সংসদীয় আসন আছে, আগামী নির্বাচনে রাজবাড়ীর মানুষ প্রমাণ করবে আওয়ামী লীগ ও নৌকা প্রতীক ছাড়া রাজবাড়ীর মানুষ কিছুই বোঝে না। বৃহত্তর ফরিদপুরে আলাদা বিভাগ হচ্ছে যা দ্রুত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি কবি কাজী রোজি, কামরুন নাহার চৌধুরী লাভলী ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. একেএম আজাদুর রহমান প্রমুখ।

রুবেলুর রহমান/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।