সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:০১ এএম, ২৪ নভেম্বর ২০১৭

 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি মফিজ মোড়ে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি মফিজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে হেলপার নাজিমের (২৭) পরিচয় পাওয়া গেছে। তিনি রাজশাহী জেলার হোসেনগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, পাথর ও সবজি বোঝাই দুটি গাড়ি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কোনাবাড়িতে পেছন থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি সবজি বোঝাই পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক ট্রাকচালক নিহত ও হেলপার আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকাল ১০টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক হেলপার নাজিম মারা যায়।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকচালক মারা যান। আহত হেলপারকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মারা যান।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।