ঈশ্বরদীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৫:২৫ এএম, ২৬ নভেম্বর ২০১৭

মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গেইট মিটিং, বিক্ষোভ ও সমাবেশের ধারাবাহিক কর্মসূচির পর মহাসড়ক অবরোধ করেছেন পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। রোববার সকালে কর্মসূচি চলাকালে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।

সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে ২০১৫ সালের পহেলা জুলাই থেকে কার্যকর জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবিতে রোববার সকালে মিলের প্রধান ফটকে শ্রমিক-কর্মচারীরা সমাবেশ করেন। এ সময় প্রায় দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।