ঈশ্বরদীতে জামায়াত নেতা গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৭ নভেম্বর ২০১৭

ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাঠানকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দাশুড়িয়া ইউনিয়নের কোলেরকান্দি বটতলা এলাকার মৃত আব্দুর করিম পাঠানের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বড়ইচরা বাজার থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় নাশকতা, বিস্ফোরকসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন কয়েকটি মামলায় পলাতক ছিলেন। আটক আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।