ঈশ্বরদীতে নারীর মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খান জানান, স্থানীয়রা বিকেল ৫টার দিকে পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ি এলাকায় অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ঈশ্বরদী থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহটির সুরতহাল শেষ হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে আন্জুমান মফিদুল ইসলামে ওই নারীর দাফন সম্পন্ন হয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।