মন্ত্রীর আগমনে লটারি, অবশেষে বন্ধ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের।
এ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে গণশিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে লটারি টিকিট বিক্রির আয়োজন করে স্কুল কমিটি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সমালোচনার একপর্যায়ে সোমবার লটারির টিকিট বিক্রি বন্ধ করে দেয় আয়োজক কমিটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর ওই বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর।
মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লটারির টিকিটি বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। অবশেষে বিভিন্ন প্রতিবন্ধকতা আর বিভিন্ন দিক বিবেচনা করে লটারির টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে আয়োজক কমিটি। এরই মধ্যে অনেক বিদ্যালয় থেকে লটারির বই ফেরত আনা হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মদে বলেন, বিশেষ কারণে লটারির টিকিট বিক্রি বন্ধ করা দেয়া হয়েছে।
খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নান বলেন, উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী লটারির টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।
খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লটারির আয়োজন করা হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী লটারির টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়গুলো থেকে লটারির বই ফেরত আনা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার বলেন, আমি শিক্ষা কর্মকর্তাকে লটারির টিকিট বিক্রি বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিয়েছি।
আরিফ উর রহমান টগর/এএম/আইআই