সিরাজগঞ্জে ২ ইউপিতে আ.লীগ ও স্বতন্ত্রপ্রার্থী জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ও তাড়াশে দুই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও আরেকটিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে উল্লাপাড়া ও তাড়াশের উপজেলার রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

তাড়াশ উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফারহানা বিলকিস জানান, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মজুন ছয় হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন মাহবুব ধানের শীষ প্রতীকে পান ৪৪৮০ ভোট।

অপরদিকে, উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আল-আমিন সরকার চার হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী বুলবুল কবির পেয়েছেন তিন হাজার ৮৬৯ ভোট।

এছাড়া নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী তিন হাজার ৮৩৫ ও আনারস প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী পেয়েছেন তিন হাজার ১০০ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুই ইউনিয়নের ২২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।