নাগরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল-আরিচা সড়কের নলসন্ধ্যা নামকস্থানে পিকআপ ভ্যানচাপায় এবং গুগোলহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নাগরপুর উপজেলার নলসন্ধ্যা গ্রামের আকবর খানের মেয়ে আফসানা আক্তার (৫) ও মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারি গ্রামের মো. আব্দুল রশীদের ছেলে যুবরাজ (৮)।

নাগরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) শাহজাহান জানান, টাঙ্গাইল-আরিচা সড়কে সন্ধ্যায় নলসন্ধ্যা নামকস্থানে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে আফসানা রাস্তা পাড় হচ্ছিল। এ সময় টাঙ্গাইল থেকে নাগরপুরগামী কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

অপরদিকে একই উপজেলার গুগোলহাট নামকস্থানে সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যুবরাজের মৃত্যু হয়।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।