টাঙ্গাইলে বিএনপি অফিসে হামলার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০৮ এএম, ০১ জানুয়ারি ২০১৮

টাঙ্গাইল জেলা বিএনপি অফিস কার্যালয়ে গত শুক্রবার হামলা ও ভাংচুর চালায় দলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ ঘটনায় বিদ্রোহী পক্ষের ১৫ জনসহ অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল বাদী হয়ে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ মামলার আসামিরা হলেন, জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, বহিষ্কৃত যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক শাতিল, ছাত্রদল নেতা তারেকুল ইসলাম ঝলক ও তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সরকারি সা’দত কলেজের সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সাবেক পৌর কমিশনার মোমিনুল হক খান নিক্সনসহ ১৫ জন।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, ঘটনার দিনই তারা থানায় মামলা দিয়েছিলেন কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা না নেয়ায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে কেন্দ্র থেকে জেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে কৃষিবিদ শামসুল আলম তোফাকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি শামসুল আলম আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাবন্দি সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলাতান সালাউদ্দিন টুকুর ভাই।

এ নিয়ে বিদ্রোহীদের অভিযোগ, সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ পদেই সালাম পিন্টু পরিবারের অনুসারীদের বসানো হয়েছে। তাই সালাম পিন্টু পরিবার বিরোধীরা কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। এনিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা বিএনপি দু'ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।