রাজশাহীতে সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার ৩


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৫ জুলাই ২০১৫

রাজশাহীতে সোনালী ব্যাংক তানোর শাখা থেকে ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার ভোরে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে র‍্যাব-৫ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টাকা আত্মসাৎ চক্রের মূল হোতা নগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবনা এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে এসএম মাসুদ হাসান মাসুদ (৩৫), রাজপাড়া থানাধীন বহরমপুর ব্যাংক কলোনি এলাকার গোলাম মোস্তফার ছেলে নাজির হোসেন ও তার স্ত্রী মোসা. ছালমা জাহান লিমা (২৮)।

র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জাগো নিউজকে জানান, সোনালী ব্যাংক তানোর শাখায় কর্মরত আইটি কর্মকর্তা নাজির হোসেন তার নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে তার স্ত্রী সালমা জাহান লীমার ব্যাংক হিসাব থেকে ৬৩,৮৭,২৮৮.৮৩/- টাকা ও তার বাবার ব্যাংক হিসাব থেকে ১৩,৩২,০০০/- ও ২৩,০০,০০০/- টাকাসহ সর্বমোট ১ কোটি ১৮ লাখ টাকা উঠিয়ে আত্মসাৎ করে।

এর আগে গত ২৪ জুন টাকা আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংক তানোর শাখার কর্তৃপক্ষ তানোর থানায় ও দুর্নীতি দমন কমিশনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

শাহরিয়ার অনতু/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।