বালু উত্তোলন, ধসে যাচ্ছে বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের হিড়িক পড়েছে। নদী থেকে অবৈধভাবে এ বালু উত্তোলনের ফলে গ্রামের পর গ্রাম, ঘর-বাড়ি ও ফললি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ। দিনের পর দিন বালু উত্তোলন চলমান থাকলেও প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ না থাকার ফলে উপজেলাজুড়ে বালু উত্তোলনের এ মহোৎসব লেগেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সরেজমিনে, গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়ায় দেখা যায় কমপক্ষে ২০টি বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। এর মধ্যে আহম্মদ প্রামাণিকের ২টি, আব্দুল আলীমের ২টি ও জাহাঙ্গীর তালুকদারের ড্রেজার রয়েছে। এছাড়া স্থানীয় কতিপয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা যমুনা নদীতে বালু উত্তোলনের জন্য আধুনিক ড্রেজার বসিয়েছেন।

এদিকে কালিহাতী উপজেলার বিভিন্ন নদীতে কমপক্ষে ১০টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যমুনা তীরবর্তী বেলটিয়া, আলিপুর, বল্লভবাড়িসহ অনেক গ্রামে শতাধিক বাড়ি-ঘর ইতোমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে। নদীর এ ভাঙনের ফলে পরিবর্তন হচ্ছে গ্রামের মানচিত্র। একই ভাবে ধসের শিকার হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে সেতু রক্ষা গাইড বাঁধ।

jagonews24

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, প্রভাবশালীরা এ বালু উত্তোলন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ভুক্তভোগীরা প্রতিবাদ করতে সাহস পায়না। এছাড়াও ক্ষতিগ্রস্তদের অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করেই চলছে এই অবৈধ বালু উত্তোলন।

এ কারণে ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্টরা ভাঙনের এই ভয়াবহতা দেখেও তারা না দেখার ভান করে থাকেন। অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করা হলেও ইউনিয়ন ভূমি অফিসের এ নিয়ে কিছুই করার নেই বলে বলে জানান কর্তৃপক্ষ।

অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার প্রশাসনের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি।

আরিফ উর রহমান টগর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।