চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ আহ্বায়কসহ গ্রেফতার ৩
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মারুফ মণ্ডলসহ তিনজনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়।
শিবগঞ্জ থানায় মামলাটি করেছেন মোকামতলা বন্দর আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আব্দুল হাই। এছাড়া মারুফের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
গ্রেফতার অন্য দুজন হলেন- ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম -আহ্বায়ক শাকিরুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য জাকির হাসান।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি মারুফসহ তার লোকজন ওই শ্রমিকের অফিসে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এরপর চাঁদা না পেয়ে তিনিসহ তার বাহিনীর সদস্যরা ১১ জানুয়ারি রাতে লাঠি, লোহার রড, ধারালো চাকু নিয়ে ওই শ্রমিকের অফিসে ঢুকে তাকে মারধর করে। এ ঘটনায় আহত শ্রমিক আব্দুল হাইকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন বাগে মোকামতলা হাটের ইজারাদার ওমর ফারুক মারুফের বিরুদ্ধে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন। এরপর স্থানীয় কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম তার অফিসে হত্যার হুমকি দিয়ে চাঁদাদাবি করায় মারুফসহ জনের নাম উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয় মারুফ ও তার বাহিনী এলাকায় চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
স্থানীয়রা জানান, মারুফ মোকামতলা ইউপির লক্ষ্মীপুর গ্রামের মৃত মান্না মণ্ডলের ছেলে। তার বাবা ছিলেন দেড় ডজন মামলার আসামি এবং এলাকার শীর্ষ সন্ত্রাসী। মারুফ রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করার জন্য স্থানীয় উচ্চ বিদ্যালয় রোডে সোসাইটি নামে একটি পুরাতন সমিতির ঘর দখলে নিয়ে ছাত্রলীগের অফিস হিসেবে ব্যবহার করে এবং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের পদ বাগিয়ে নেয়। সে ওই এলাকায় চলাচলরত হিউম্যান হলার, অটোভ্যান এবং ভটভটির চাঁদা আদায় করে। তার বিরুদ্ধে কেউ কিছু বললেই ধরে নিয়ে মারধর করে।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, মামলার ইজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে মারুফের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
লিমন বাসার/আরএআর/আইআই