মনোনয়ন চান মন্ত্রী ছায়েদুল হকের স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে বিশাল জনসভা করে (ব্রাহ্মণবাড়িয়া-১) প্রয়াত সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনুর পক্ষে মনোনয়ন চাইলেন উপজেলা আওয়ামী লীগ।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল এ জনসভায় দিলশাদ আরা মিনু প্রধান অতিথি ছিলেন।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার প্রায় ১৩টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী পৃথক মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন। জনসভা শুরুর আগে মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, প্রচার সম্পাদক লতিফ হোসেন, ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমন প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিলশাদ আরা মিনু বলেন, আমি এ আসন থেকে নির্বাচিত হয়ে প্রয়াত মন্ত্রী ছায়েদুল হকের অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রীর সহযোগিতায় শেষ করতে চাই। পাশাপাশি ছায়েদুল হকের সততা বুকে ধারণ করে নাসিনগরের সাধারণ জনগণের জন্য আজীবন কাজ করে যেতে চাই।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।